সিটিজেন চার্টার
১। অসুস্থ গবাদি প্রাণি ও হাসঁ-মুরগির চিকিৎসা ও ব্যবস্থাপত্র প্রদান ।
(ক) হাসপাতালে ।
(খ) কৃষকের বাড়ী /খামারে /চেম্বারে ।
(গ)গবাদি প্রাণি ও হাসঁ মুরগির নমুনা (গোবর রক্ত নমুনা) পরীক্ষা ও প্রয়োজনে আঞ্চলিক রোগ অনুসন্ধান গবেষনাগারে প্রেরন করা ।
২। (ক) গবাদি প্রাণি ও হাসঁ মুরগীর প্রতিষেধক টিকা বীজ বিক্রয় /সরবরাহ ।
(খ)উন্নত জাতের ঘাসের কাটিং ,বীজ সরবরাহ (প্রাপ্তি স্বাপেক্ষে ) ।
৩। (ক)প্রযুক্তি হস্তান্তরের নিমিত্তে কৃষক প্রশিক্ষন, গবাদি প্রাণি ও হাসঁ-মুরগি পালন সংক্রান্ত প্রশিক্ষন প্রদান্
(খ) ক্ষুদ্র ঋন বিতরনের নিমিত্তে সুফলভোগী নির্বাচন ,ঋণ বিতরন ও ঋণ আদায় ।
(গ) গবাদি প্রাণি ও হাসঁ-মুরগির রোগাক্রান্ত এলাকা পরিদর্শন / নমুনা সংগ্রহ ও রোগ নির্নয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন ।
(ঘ)ব্যক্তি মালিকানাধীন গবাদি প্রাণি ও হাসুঁমুরগির খামার স্থাপনে উদ্বুবদ্বকরন ও রেজিষ্ট্রেশনের ব্যবস্থা করণ ।
(ঙ)প্রাকৃতিক দূর্যোগকালীন সময়ে স্থানীয় প্রশাসন ,জনপ্রতিনিধি ও বেসরকারী সেবামূলক প্রতিষ্ঠানের সহযোগিতায় গবাদি প্রাণি ও হাসঁ মুরগির চিকিৎসা,টিকা প্রদান ও ত্রান বিতরন
(চ) উন্নত জাতের গবাদি প্রাণি ও হাসঁ মুরগির খামারী /কৃষককে অনুদান প্রদান ।
(ছ) রোগাক্রান্ত এলাকা চিন্থিত করনুও প্রয়োজনীয় টিকাদানের ব্যবস্থা গ্রহন ।
(জ) কৃত্রিম প্রজনন উপকেন্দ্রে / পয়েন্টে আনীত গাভী প্রজননের ব্যবস্থা গ্রহন,গর্ভবতী গাভীর গর্ভ পরীক্ষা করণ ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস